উৎসব শেষে
উৎপলেন্দু দাস
উৎসব শেষ হয় জানি কিন্তু মানে না অবুঝ হৃদয়
আকাশ মেঘলা করে আসে
ঝরে পড়ে বাদলধারায়, বোঝাতে পারি না তাকে।
কত সুর ভেসে আসে দূর থেকে
কত কথা কবিতা হওয়ার অপেক্ষায়
অপরিমেয় ঋণের ভার ক্লিষ্ট করে আমাকে।
চলে যেতে চাই নিঃশব্দে জানবেনা কেউ
বাতাসেও উঠবেনা ঢেউ
আকাশ বলবে চলে এসো বিনা হাঁক ডাকে ।
হালকা হিমেল কার্তিক মাসে উৎসব শেষ হলে
হেঁটে যাবো একা একা শিশির ভেজা সকালে
তুমিও না হয় দু ফোঁটা জল জমা রেখো পথের শেষ বাঁকে ।
==============
ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০
Comments
Post a Comment