বন্দী মুঠোফোনে
সুজন দাশ
মুঠোফোনে বন্দী মানুষ আজ,
যোগাযোগের সারছে যত কাজ!
বিনোদনের পাচ্ছে খুঁজে স্বাদ
আড্ডা আসর দিচ্ছে কেটে বাদ।
খাচ্ছে মাথা নিচ্ছে কেড়ে সুখ
গিলছে সময় আনছে টেনে দুখ।
দিক না যতই বেগ ও গতির উম,
মাতলে নেশায় যাচ্ছে টুটে ঘুম।
মাথার ভিতর লাগছে ধাঁধা ঘোর,
চিন্তা করার যাচ্ছে কমে জোর।
দৃষ্টিশক্তি পাচ্ছে সবার হ্রাস,
একটানা কেউ করলে সাথে বাস।
ফোনে চলে মিথ্যা কথা রোজ
যায় জানা তা, -'কেউ যদি নেয় খোঁজ!
সম্পর্কেও আসছে নেমে ছেদ,
বাড়ছে বিভেদ হিংসা-ঈর্ষা জেদ।
শিশু মনেও পড়ছে প্রভাব তার
লেখাপড়ায় বসছেনা মন আর।
নেশার মত রাখছে তারাও চোখ
দিন থেকে দিন বাড়ছে যেন ঝোঁক।
============
সুজন দাশ
আটলান্টিক সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র।
Comments
Post a Comment