দুটি কবিতা ।। শান্তনু ঘোষ
কাউন্টডাউন
আকাশ এখন মেঘের দখলে
কড়াইয়ে খুন্তি নেড়ে পিয়ালীকে বলে তার বৌদি কে জানে পুজোর ক'দিন কেমন থাকবে ওয়েদার!
ভাজা ইলিশ মাছের গন্ধ বাতাসে...
মা যে আসছে একটি বছর পর
নীলাকাশে শরৎ মেঘ ভেসে বেড়াবে
জোর চলবে খাওয়া দাওয়া আনন্দ উল্লাস
অষ্টমির আরতি, ধুনুচি নাচ,
তোর দাদা বলেছে এবারে ধুতি পাঞ্জাবি পরে বেরোবে একদিন।
_তাই, সত্যি?
শ্রী শ্রী দুর্গা সহায়
বিষাদ কখনো কারো আপন হয় না।
বিষাদে এক দু পেগ মদ আপন হয় এমনি,
চিয়ার্স করে তুলে নিই আমরা অনেকে মিলে
মন্ডপের উঠনে সিঁদুর খেলা চলে
মিষ্টিমুখ, প্রণাম, মন খারাপ চিকচিক করে চোখে মুখে, ছোট হয়ে আসে গল্প
পরের দিন সকালে বাঁ দিকে রাস্তার পাশে রঘুদের পুকুরে
প্রতিমার কাঠামোর পাশে ,
কলাপাতায় সিঁদুরে স্পষ্ট শ্রী শ্রী মা দুর্গা সহায় লেখা দেখে অপেক্ষা করি আরও একটি শারদীয়ার।
Comments
Post a Comment