সম্প্রীতির মেলবন্ধনে বাঙালী
মো: বিপুল রহমান
এক নীল আকাশের নীচে, স্বপ্নের ঝিলিক,
মাটির গন্ধে মেশে হৃদয়ের টান,
হিন্দু–মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান,
এক সুরে বাঁধা, এক প্রাণের সম্মিলন।
দুর্গার দীপ্ত আলোয় জ্বলে উৎসবের রাগ,
ঈদের চাঁদ ছড়ায় শান্তির অমৃত জ্যোৎস্না,
বড়দিনের প্রার্থনা গায় কোমল সুরের ডাক,
বুদ্ধ পূর্ণিমার প্রদীপে মুখরিত নীরব প্রভা—
এক হৃদয়ে জাগে, এক দীপশিখার আলো।
ভাষার তুফানে, স্বাধীনতার অগ্নিশপথে,
কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় বাঙালী অটল,
ভ্রাতৃত্বের মন্ত্রে জেগে ওঠে জাতির প্রাণ,
এক স্বরে, এক ছন্দে-চির অম্লান।
পাড়ার উঠোনে, ছায়ায়-আলোয়,
হাসির রঙে, কান্নার সুরে,
হাতে হাত গেঁথে ওঠে সেতু-অটুট, নির্মল,
নাম তার সম্প্রীতির মেলবন্ধনে বাঙালী।
এই মাটির ধূলি, এই আকাশের নীল,
হৃদয়ের গভীরে বাজে একতার সুরলীল,
বাঙালী-তুই চির অখণ্ড, চির জাগ্রত,
সম্প্রীতির কাব্যে লেখা, তুই চিরন্তন।
উৎসর্গঃ
এই কবিতা উৎসর্গ করছি সকল বাঙালীর প্রতি, যারা সময়ের সব বাঁধা-বিপত্তি, ভাষা, ধর্ম বা সংস্কৃতির ভেদাভেদ ভুলে একতার বন্ধন গড়ে তোলেন। যারা নিজেদের হৃদয়ে ভ্রাতৃত্বের দীপ জ্বালিয়ে রাখেন, আনন্দে ও দুঃখে পাশে থাকেন, উদযাপনে অংশ নেন এবং শান্তির স্বপ্নকে বুকে ধারণ করেন। এই কবিতা তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, সত্যিকারের শক্তি এবং সৌন্দর্য থাকে মিলন ও সম্প্রীতির মধ্যেই।
================
মো: বিপুল রহমান
গ্রাম - ফুলবাড়ি, থানা - ভাঙ্গড়, জেলা - দক্ষিন ২৪ পরগনা, পিন কোড - 743502।

Comments
Post a Comment