রঙ
ইউসুফ মোল্লা
সকালে ঘুম থেকে উঠে দেখি,
পৃথিবী নানা রঙে সেজে উঠেছে।
ধূসর বাদামী রঙ তোমার দেহ,
মাথায় সবুজ রঙের বাবরি চুল,
তাতে গুঁজে রেখেছো লাল-নীল ফুল।
নববধূর মতো সিঁথিতে দিয়েছো সিঁদুর,
চোখে দিয়েছো কাজল।
দিগন্তভরা আকাশ তোমাকে নীল উপহার দিল,
সূর্যের লাল আলো তোমাকে সুন্দর করেছে।
তুমি তাদের ফিরিয়ে দিলে,
বুকভরা ভালোবাসা আর স্নেহ।
মাঝে মাঝে এইভাবে হোলি আসে,
আমার মনকে রাঙিয়ে দিতে।
------------------
ইউসুফ মোল্লা
উত্তর অঙ্গদ বেড়িয়া, ট্যাংরাখালী, ক্যানিং,
দক্ষিণ ২৪ পরগনা, ৭৪৩৩২৯


Comments
Post a Comment