কবিতা ।। বসন্ত রাগ ।। লাবণী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। বসন্ত রাগ ।। লাবণী পাল



             বসন্ত রাগ

                 লাবণী পাল


ভিনদেশী ঝড়, অগোছালো ঘর, সাজি ভরে ফুল তুলছে।
রঙের দোয়াত, আলো মাখা হাত, হলুদের ঘ্রাণে মাতছে।
          এলোচুল মেয়ে লাজে রাঙা হয়
           চুপি চুপি ডাকে নূপুরের লয়
মহুয়ার বনে, কে যে এককোণে, বাঁশি নিয়ে ঠোঁটে ডাকছে।

পলাশের দিন, আগুনের বীণ সুরে সুরে ঐ বাজছে।
একলা বাতাস থমকেছে আজ, কান পেতে গান শুনছে।
            অশোক, শিমুল হেসে গলে যায়
            চেনা বৌকথা গান গেয়ে যায়
আকুলি বিকুলি, হৃদয়ের গলি চোরা পথে কাছে আসছে।
 



ঠিকানা- ধুপগুড়ি, জলপাইগুড়ি

No comments:

Post a Comment