রঙের নেশা
তপতী মন্ডল
পলাশের পাগল টান
শিমুলের আগুন রঙ
অশোক বলে মুচকি হেসে--
সুবাস আমার নাও গো এসে।
ব্যাকুল বসন্তে
আকুল করে কুহুতান,
হোলির রঙে মুখর আকাশ
সুরভিত চারিপাশ।
বাতায়নে দাঁড়িয়ে দেখি
উদ্দামতায় উদাস সাজ,
হঠাৎ আমার ভোরের স্বপন
বাড়িয়ে দিল আপন হাত।
চেনা সুরের অচেনা তান
হৃদয়মাঝে ঝড়তুফান,
বাঁধন ছিঁড়ে বিরহবাঁধ
পরশপাথর মেটায় আশ।
খুশির নেশায় মাতাল হাওয়া
সোহাগ ছুঁলো আজ,
আবির রঙে রাঙা হল
ভরা পূর্ণিমার চাঁদ।।
===============
তপতী মণ্ডল।
বন্দিপুর গোলদারপাড়া
হিন্দ পার্ক, রহড়া, কোলকাতা--700118


Comments
Post a Comment