
বসন্তের গান
অঞ্জনা দেব রায়
যে গাছটিতে বহুদিন ধরে পাতা আসেনি
শুধু একবার তার নিচে এসে কিছুক্ষণ বসো
তাকে সোনালী আলোয় সবুজের কথা শোনাও।
মনে করে দেখো গাছটি একদিন সবুজে সবুজে আলপনা দিয়েছিল শাখা-প্রশাখায়
সুরে সুরে ডেকেছিল পাখিরা চাঁদের আলোয় ঝলমল করে উঠেছিল মাঠের ফসল
চরকা কাটা বুড়ির সুতোর টানে
বেজে উঠেছিলো জীবনের জয়গান ।
রুক্ষ শুষ্ক বাতাসে ক্ষীণ হতে হতে
কি করে যে মিলিয়ে গেছে তা জানি না ,
গাছটির কাছে এসে যদি পারো
শুনিয়ে যাও বসন্তের গান
আশা জাগাও ওর রুক্ষ-শুস্ক প্রাণে
বসন্ত এলে সেও হয়ে যাবে প্রাণোচ্ছল ,
বহুদিন তার ডালে সবুজের উৎসব হয়নি ।
------------
অঞ্জনা দেব রায়
৫৫৩, পি মজুমদার রোড, কলকাতা - ৭৮
Comments
Post a Comment