চোখের জল
রঞ্জিত বিশ্বাস
জিততে ভোট করছে জোট
নেতারা মিলেজুলে,
সকল কাজ হবে শীঘ্র
রবে না আর ঝুলে।
ভোটের টানে যাচ্ছে ডানে
কেউবা আসে বামে,
ভোটে দাঁড়াতে কেউ আবার
অনেক নীচে নামে।
ভোটের মুখে নেতার বুকে
জমছে বহু আশা,
জিতলে ভোটে পাঁচ বছর
কামায় হবে খাশা।
অনেক ভেবে ভাষণ দেবে
নেতা গরম কিছু,
স্বর্গ যেন গড়বে তারা
সবার ঘরের পিছু।
ভোটের নেশা কারোর পেশা
অনেক করে ছল,
হতাশ হয়ে জনতা শুধু
ফেলে চোখের জল।
--------------
রঞ্জিত বিশ্বাস
চাঁদপুর, নদীয়া
ফোন নং 7908074219


Comments
Post a Comment