দুটি কবিতা
রথীন পার্থ মণ্ডল
একা
এখন শুধু একলা মনে ঘুরে বেড়াই
তোমার কথা ভাবতে ভাবতে,
সে কোন পড়ন্ত বিকেলে
আলাদা হয়েছিল আমাদের জীবনপথ
নদীর তীর, ব্যাকুল করা বসন্ত বিকেল
এসব ফেলে
তোমার কথা ভাবতে ভাবতে
এখনও একা হেঁটে চলি।।
মা
জন্মের যন্ত্রণা কতটা
তা আমি না বুঝলেও
তুমি অবশ্যই বোঝো
কারণ, সৃষ্টিও তোমার
ভালোবাসাও তোমার
ধ্বংসস্তূপের ভেতর সৃষ্টি খুঁজতে খুঁজতে
তোমার কাছেই বারবার ফিরে আসি
আদরের জন্য
স্নেহের আঁচলে নিজেকে
জড়িয়ে রাখার জন্য
ঠিক কতটা অন্ধকারে নিমজ্জিত হলে
আলোর জন্য চিৎকার করে
তোমাকে ডাকতে হবে
বলতে পারো, মা...
=============
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
৭১৩১০১
Comments
Post a Comment