বসতি চিরন্তন
লালন চাঁদ
কতটা পথ হেঁটে এসেছি বুঝতে পারিনি
রাস্তায় হাঁটু জল
ভেঙে গেছে বাঁশের সাঁকো
কষ্ট এক বুক।
এখন কত নদী কতো জল
জলের ভেতর অতল জলের বসত
তবু বুকের ভেতর নদীটি
শুকনো পাথর
জল নেই
মেরুদণ্ড ভাঙা মরু সাহারা।
আজও খাঁ খাঁ রোদে জীবন কুড়োই
বন্ধু ছিলো ছেড়ে গেছে
এখন নিজেই নিজেরই বন্ধু
কথা বলি নির্জনে শুধু দুজন দুজনে মিলে।
বেলা নেভে
সন্ধ্যা ঘনিয়ে আসে বুকের মাঝে
তবু কার যেনো চেনা কণ্ঠ ফিরে আসে বারবার
দাগ কাটে মনের গভীরে
আমার শ্বাসের গভীরে তার শ্বাস
আমার শ্বাসের গভীরে আজও তার বসতি চিরন্তন।
-------------------------
Comments
Post a Comment