নবপ্রভাত
দীপাঞ্জনা সাহা
রাতের আঁধার ভেঙে ভোরের আলো ঝরে,
জাগে প্রকৃতি নূতন কাব্যের ছন্দে ভরে।
শিশির কণার হাসি ঘাসের ডগায়,
পাখির কূজন ভেসে আসে হাওয়ায়।
আলোয় রাঙা পূর্ব দিগন্ত জুড়ে,
স্বপ্নের রঙ মিশে যায় দূর বহুদূরে।
নবীন হাওয়ায় ভাসে শান্তির গান,
জীবন করে অনুপ্রেরণার সন্ধান।
সবুুজের সুরভি জেগে ওঠে মাঠে,
আশার প্রদীপ জ্বলে ধরণীর বুকে।
শিশুর মুখে ফোটে নির্মল হাসি,
জীবন যেন নতুন সুরের বাঁশি।
সূর্যের কিরণ সোনার আভা মেলে,
মেঘের আঁচল উড়ায় হেসে খেলে।
নবপ্রভাত গায় জাগরণের রাগ,
সবার হৃদয়ে কাটে শান্তির দাগ।
সৃষ্টির তানে বাঁধে নতুন ছন্দ,
মানুুষের মনে জাগায় শুভ আনন্দ।
এ নবপ্রভাত চিরন্তন জাগ্রত হোক,
জীবন হোক আলোয় ভরা পথ-চালক।
================
দীপাঞ্জনা সাহা
স্ট্রিট নম্বর-৬৭, অ্যাকশন এরিয়া-১, নিউ টাউন, কোলকাতা-৭০০১৫৬
Comments
Post a Comment