গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন
১. এখন
বসস্ত কালের ক্ষুব্ধ সময়
যখন চৌকাঠে এসে দাড়ালো
তখন পৌষলি বাতাস বিদায় নেব নেব করছে।
আবাহন ও বিসর্জন এক সঙ্গে
পাখির পাখায় উড়তে উড়তে
একবার কোটরে ঢুকছে
আবার একটু পরেই কিসের তাড়নায়
কোটর থেকে বেরিয়ে আসছে।
বসে বসে তাই দেখছি।
২. ছায়াছবি
জীবনের ছবি দেখি না।
ছায়াছবি দেখি
বাতানুকুল ঘরে বসে
পপকর্ন খেতে খেতে।
জীবনের ছবি ভিড় ট্রেনে উঠে
দু ঘণ্টার যাত্রা শেষ করে
এই মাত্র বাসার দরজায়
কড়া নাড়ছে।
গৃহ কাজে সকালে সময়ে
না আসলে গৃহকর্ত্রীর মুখ ভার।
৩ দেশের মাটি
দেশের মাটিকে ভালোবাসলে
তাকে ত্যাগ করে চলে যাওয়া যায় !
সত্যি মাটির ঘ্রাণ পেলে !
তাকে কি ?
তবু কাজ ও জীবন ধারণ
বাধা মানে না।
যেতে যেতে কেবল
পিছন ফিরে চাওয়া কিছুদিন।
পরে সে নেই সে নেই।
============
সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০
Comments
Post a Comment