জুবিন গর্গ স্মরণে
আজিজ উন নেসা
অনেককিছু দিয়ে গেলেন আমাদের
অজস্র গান, অসংখ্য স্মৃতি
ছোটদের বড় হয়ে ওঠাটাকে স্মৃতি দিয়ে সাজিয়ে দিয়ে গেলেন.....
এত করুণ রস, নিজেকে উজাড় করে....
কী যেন একটা চাপা কান্না,
কী আহাজারি হাহাকার ওঁর গায়কীতে!
বুকে জমাট বাঁধা কষ্টগুলো অবলম্বন পায়
সূক্ষ্ম ছিদ্র দিয়ে ঢোকে সপ্তবর্ণের আলো
মুক্তির পথ খোঁজে জমাট বাঁধা কষ্ট
শীতল ক্ষীণ ধারা প্রবাহিত হয় ধীরে ধীরে
অন্তঃসলীলা উৎকীর্ণ সুমধুর ঝর্ণায়.....
"ও বন্ধু রে......."
"পিয়া রে পিয়া রে....."
Ajij Un Nesa
9 Circus Range, Beck bagan
Kolkata- 19

Comments
Post a Comment