ফেলে আসা মুহুর্তরা
স্বপ্না মজুমদার
মনে দাগ কেটে যাওয়া বহু মুহুর্ত আসে জীবনে
ব্যাস,, ওই পর্যন্তই---------
থাকতে চায় না ওরা সারা জীবনের গল্পে, হাত ধরে,
থাকতে চায় না পাশাপাশি চলার ছন্দে!
তবুও... কথা তো হয়, ঠোঁটের ওঠা নামায় বুঝে নিতে হয়
মনের গভীরতা কতোটা কানায় কানায়!
ভাবনার সাঁকোটা পেরোলেই, পালতোলা দিনের শেষে
কোজাগরী পূর্ণিমার খোঁজ মিলবে-----
মিলবো দুজনে, শেষ হবে পাখি ডাকা এক স্বপ্নীল ভোরে!
আপোসহীন স্মৃতি ছাড়া আর কিছু মনে রাখবো না
ভেবেছি, এ ব্যপারে নেবো না তোমার অনুমতি!
খইতে থাকার অভ্যাসে, ছাতি ফাটা কান্নায় কাঁপন ধরে, তুমি বুঝতে পারো কি---------
রিখটার স্কেলে মাপলে বোঝা যায় হৃদয়ের গোপন সেই
নাভিশ্বাস, ফিরে পেতে মন চায় সেই ফেলে আসা মুহুর্তদের,
কিন্তু, ওভাবে আর ফিরে পাওয়া হয় না।।
=========================
স্বপ্না মজুমদার, পুণে,,, মহারাষ্ট্র

Comments
Post a Comment