দুনিয়ার পাঁচফোড়ন
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
এই দুনিয়ার মানুষ যারা,
তরকারিতে পাঁচফোড়ন,
সোজা অথবা উল্টো পথে,
কত যে রকম জীবন যাপন।
ছন্দ ভরা দুনিয়া মাঝে,
বে সুর এক তালও আছে,
প্রাত্যহিকে দিব্যি থাকার,
নেই ঠিকানা তার কাছে।
উল্টো পথের মানুষ গুলোর,
স্বপ্নে কেমন দু' চোখ ভাসে,
বেতাল ছন্দে চলে আনন্দে
নাই বা কেউ থাকলো পাশে!
সোজা পথে চলছে যারা,
"ভালো আছি,"রোজনামচায়
চোখ, কান,নাক বন্ধ রেখেই,
দিব্যি তাদের দিন কেটে যায়।
বিরুদ্ধতার এই জমিন দেখি,
চারিদিকে কত দ্বন্দ্ব ভরা,
মন ভরা আর কান জ্বলার,
হিসাব বলো রাখবে কারা?
Comments
Post a Comment