অনুবাদ কাব্য
মূল রচনা: "I Don't Need Anything from Here"
By Laszlo Krasznahorkai
আমার এখান থেকে কিছু চাওয়ার নেই
শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী
আমি এখানে সবকিছু রেখে যাবো...এই উপত্যকা, এই পাহাড়, এই আঁকাবাঁকা পথ, গাছের পাতার আড়ালে পাখির কিচিরমিচির...আমি এখানে রেখে যাবো স্বর্গের এবং পৃথিবীর; বসন্তের এবং হেমন্তের; সব নিয়ন্ত্রক ও ধর্মযাজকদের...আমি রেখে যাবো সব বহির্গমনের পথ, রন্ধন গৃহের সব সন্ধ্যা, কামার্ত দৃষ্টি আর শহরের কাঁপিয়ে দেওয়া যান্ত্রিকতা! গোধূলি যেভাবে নিবিড়ভাবে পৃথিবীকে আলিঙ্গন করে...পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ, আশা-আকাঙ্ক্ষা, মোহ, প্রশান্তি... সবকিছু আমি এখানে রেখে যাবো...আমার মনের মনিকোঠায় যারা থাকে; যা কিছু আমাকে স্পর্শ করে; যা কিছু আমাকে আঘাত করে; যা কিছু আমাকে মুগ্ধ করে আর যা কিছু আমার আত্মার উন্নয়ন ঘটায়; সবকিছুই আমি এখানে রেখে যাব...আমি রেখে যাবো সমস্ত সম্ভ্রান্ত,উপকারী এবং স্নিগ্ধ মানুষদের...আর সেই সাথে তাদেরও রেখে যাবো যারা পৈশাচিকভাবে সুন্দর! এখানে আমি রেখে যাবো তাদেরকে- যারা এখনো অঙ্কুরিত হয়নি; রেখে যাবো যাবতীয় জন্ম এবং অস্তিত্ব...পৃথিবীর সকল মন্ত্র, নিগুঢ় রহস্য এবং দূরত্ব...রেখে যাবো যা কিছু অক্ষয় ও অনন্তকালের নেশা...এই পৃথিবীর কিছুই আমি চাইছি না বলেই এই পৃথিবী ছেড়ে... এই নক্ষত্রমন্ডলী ছেড়ে... আমি দূরে চলে যেতে পারছি... আজ শুধু সামনের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ... পেছনের কোন কিছুর প্রতি আমি আকৃষ্ট নই!
======================
Sharmistha Mitra Paul Chowdhury
Rifle Club Road;
Bansdroni, Kolkata700070
Comments
Post a Comment