উপন্যাস
লগ্না
আমার তোমার দেখা হয় না বহুদিন।
মনে হয় কত যুগ আগে আমায় ছেড়ে সেই যে গেলে; যাওয়ার আগে ছুঁয়ে গেলে আঙুল।
তবুও পিছন ফিরে তাকালে না একবারও।
আমার গন্তব্যের ট্রেনটি ধীরে ধীরে অন্তরাল করল তোমাকে।
সেই থেকে প্রতিটা শ্বাস বুঝে বুঝে নিই।
এই শহরের বাতাসেই মিশেছে তোমার নিঃশ্বাস, তোমার অফিস ফেরত ঘামে ভেজা গায়ে গন্ধ,
এই শহরের রাতগুলো জানে তোমার প্রতিটা রাত জেগে থাকা আর ঠোঁট কামড়ে ভাবতে থাকা উপন্যাসের শেষটা।
আমি জানি এই উপন্যাস তুমি সহজে শেষ করবে না।
এই উপন্যাসের জন্যেই আমাদের বিচ্ছেদ।
তোমার সাধনা লব্ধ ফল তুমি পাবে,
প্রচ্ছদে জ্বলজ্বল করবে তোমার নাম। তোমার পাঠকেরা বুঝবে না শুধু এই উপন্যাসের প্রতিটা ছত্রে আছে তোমার আমার দূরে থাকা।
অবশেষে আমরা এক শহরে বৃষ্টি ভিজি, এক শহরে ঘুম থেকে উঠি।
এটাই বড় প্রাপ্তির।
এর থেকে বেশী কখনো চাইনি তো।
===============
Sonai Dhali
Maheshtala, Kolkata
Comments
Post a Comment