কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

      লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো 

         জয়শ্রী বন্দ্যোপাধ্যায়।

শঙ্খ চিলের ডানায় লেগে থাকা রোদের ঘ্রাণের মতো তোমার ঘ্রাণ নির্জন দুপুরে দূরপাল্লার নৌকা  হয়ে  ভেসে এসে  বুকের ভিতর ছলাৎ শব্দ তোলে । শিরশিরে হিমেল হাওয়াই মিশে সে ঘ্রাণ  গেটের পাশে অমলতাসে পড়ে  রোদ্দুর  হয়ে হাসে। আমি ধূসর বিকালে বারান্দায় অবকাশ নিয়ে এসে তোমার সে ঘ্রাণ নিতে নিতে আমার যত হলুদ রঙের বায়না, কমলা রঙের মন খারাপ, নীল রঙের স্বপ্ন আর গোলাপী রঙের অভিমান, সবুজ পাগলামি আর সাদা সরলতায় তোমার জন্য ঝরা পাতায় লিখে রাখি রোজ । সে ঝরা পাতার অক্ষর গুলো একদিন  বৃষ্টির মতো তোমার ব্যালকনিতে তুমুল হয়ে এসে তোমায় ঠিক ভিজিয়ে দেবে দেখো !
 
===============

জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, পাল্লারোড,পূর্ব বর্ধমান 

No comments:

Post a Comment