--রহিত ঘোষাল
এ পর্যন্ত এখানে কেউ আসতো না,
তুমি এলে, অবনত হলে, তারপর সৈকতে,
মহাসাগরগুলোতে, তীরভূমিতে অস্ফুটে
পিপাসা কমে এলো,
ছোট ছোট দলে একটাই শরীর ভেঙে গেল,
কিংবদন্তি উঠে এলো শীতঘুম থেকে,
ধ্যান থেকে উঠে এসেছিল নর্তকীরা,
আহত প্রাণীর মতো আমি
নোঙরের শব্দে কেঁপে উঠেছিলাম,
শীৎকার জানলায় হাঙরের টোপ দিয়ে
অপেক্ষায় ছিলাম মাংসের, একফালি কার্তুজ
অনুনয় করে ঢুকে গেলো হুহু ফুসফুসে,
শরীর-তরীর কাছে ক্লেদ,
পরলোকের দরজায় টোকা দিয়ে সেই শেষ
আর কেউ আসবে না এই ক্ষরিত পথে
==========
Comments
Post a Comment