শীত নেমেছে
হিমানী বায় ধীর গতিময়
শীত নেমেছে গাঁয়ে
শীত নেমেছে সবুজ মাঠে
কুয়াশা মেখে পায়ে।
শীত নেমেছে পুকুর জলায়
শীত নেমেছে গাছে
সরসে ফুলের হলুদ হাসি
দেখে ভ্রমর নাচে।
শীত নেমেছে চালচুলোহীন
গরিব দুঃখীর ঘরে
গরম জামা পোশাক বিনে
শীতকে হজম করে।
হিম ঝরানো শীত নেমেছে
শীত গুটি পায় চলে
পরিযায়ী পাখি জলকেলিতে
ঝিলের জলে জোটে।
পৌষ পার্বণ শীত নেমেছে
তাজা খেজুর রস
নলেন গুড়ের পিঠে পায়েস
খুশি মজা একরাশ।
শীত পরশে মন হরষে
শীত নেমেছে ফুলে
খুশির হাসি ফুলের বনে
মধুপ হেসেই দুলে।
===========
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, বজবজ, ২৪পরগণা ( দঃ)
পিন -৭০০১৩৭.পশ্চিমবঙ্গ
Comments
Post a Comment