কবিতা ।। শীতের সকাল ।। সুনীপা শী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 7, 2024

কবিতা ।। শীতের সকাল ।। সুনীপা শী

 

শীতের সকাল 

সুনীপা শী

 
শীতের সকালে আকাশ টা, কুয়াশা ঢাকা।
বিন্দু বিন্দু শিশিরে ভেজা,গাছের পাতা।
সূর্য টাকে যায় না তেমন দেখা, ঘন কুয়াশায়।
 গরম পোশাকের উপর, দস্তানা হাতে ,মানকি ক্যাপ পড়ে-
লোকেদের ভিড় জমে, পাড়ার চায়ের দোকানে।
তাদের মুখে মুখে একটাই নাম 
এক কাপ চা -আমি তোমাকে চাই ।
ঘাস ভেজা মাঠের উপর 
ছেলের দলেরা 
আগুন জ্বালিয়ে ,হাত সেঁকে কেঁপে কেঁপে।
কেউ কেউ লেপ কাঁথা ঢেকে
বিছানায় থাকে শুয়ে।
অপেক্ষা করে সূর্য ওঠার। 
কেউ বা আবার, বিছানাতে
  বেড ট্রি হাতে ,চায়ের চুমুক দিতে দিতে বলে আ:
শীতের সকালে এক কাপ চা- আমি তোমাকে চাই। 
এক কাপ চা -আমি তোমাকে চাই l

================

সুনীপা শী গ্রাম -মামুদপুর থানা- ফলতা পোষ্ট- রাজারামপুর জেলা- দক্ষিণ ২৪ পরগনা

No comments:

Post a Comment