কুয়াশামেঘ
মি বুদ্ধুরাম
মনের গভীরে আরও একটা ঘর বেঁধেছি
সেখানে একা একা থাকবে তুমি
দেখবে বাইরে কত ঝুটঝামেলা,
সকাল হলে দেখবে ভীষণ মনখারাপ
কুয়াশামেঘ ঢেকে দিচ্ছে অলিক চাওয়া
তোমার সাথে কথা হবেনা ; হবে শুধু মুখচাওয়া।
যেদিন এই বদ্ধঘরে হাঁপিয়ে যাবে
দেখতে এসো আমার বাড়ি
মায়ের সাথে কথা হবে,বাবার সাথে কথা হবে
কুয়াশা কেটে রৌদ্দুর দেখ দিগ্বিদিক...
মি বুদ্ধুরাম
নদীয়া
Comments
Post a Comment