
বোধি
পুণ্যব্রত মুখোপাধ্যায়
দুরন্ত মেঘ দুস্তর আকাশকে মুছে দিয়ে যায়।
পুরনো স্মৃতিগুলো চিহ্নহারা হয়ে ভেসে যায় অসীমে।
নক্ষত্রের আগুন অনবরত নেভে আর জ্বলে।
ক্ষয়-লয়, জীবন-মৃত্যু যেন দ্বান্দ্বিক ছন্দের নটরাজ।
স্থিরতা এক অলীক স্বপ্ন।
নিত্য আর অনিত্য তরঙ্গায়িত হয়ে
আবহমান কাল জগৎকে ঘূর্ণায়মান রাখে।
এই ঘুর্ণনচক্র আলো-আঁধারির কুহক রচনা করে।
সত্যান্বেষণ অনিবার্য অনিত্যতায়।
তাই সেই বোধিবৃক্ষের বিবর্ণ পাতা ঝরে পড়ে বারংবার।
তীরবিদ্ধ হাঁসটার চিৎকার প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে।
গৌতম বুদ্ধ বোধি লাভের তপস্যায় আজও
ব'সে থাকেন নিবিড় ধ্যানে।।
===================
পুণ্যব্রত মুখোপাধ্যায়
রবীন্দ্রনগর
ডা.ঘ: কাটাগঞ্জ
জেলা: উত্তর ২৪ পরগণা
পিন: ৭৪১২৫০
Comments
Post a Comment