এই সেই মুহূর্ত
অর্ণব সামন্ত
এই সেই মুহূর্ত যখন খন্ড চাঁদ পুষ্করিনীসমেত উঠে আসে
চালতার ফুলে চানঘাটে আর শিশিরে শিশিরে ভিজে যায় গুহা
অরণ্য অরণ্য সরিয়ে ভানুমতী দ্যাখায় তার খেল আলুথালু
জড়ায় মরালগ্রীবা নিষ্পেষণে নিপীড়নে শাসকের মাথা
চরম স্বাদালু বটে মৌচাকে ঢিল মেরে রসনাটি করে প্রসারিত
বাষ্প হয়ে উড়ে যায় তালরস কুয়াশা কাটে প্রখর দহনতাপে
সমুদ্রকে টানে মোহনায় নদীটি , সমুদ্রটিও ভীষণ অসহায়
চর্বনেচোষনেলেহনেপানে উদ্ভাসিত মেদমজ্জামাংসের শরীরে আলো
কোষে কোষে ভেজা বারুদের গান সীমান্ত ভাঙার দুরন্ত উল্লাস
মিল্কিওয়ে জুড়ে অজস্র নক্ষত্র সমাবেশ ভাঙা ভাঙা আশ্লেষ আদর
পুষ্টি তুলে আনে ঠোঁট জোড়ায় গভীর গভীরতর স্বাদে
দিগন্ত ভাঙার গানে হে যুগল এককের গানে যায় ছুটে
সোনার হরিণ সম্বল সেই দিনগুলি সোনালী কোলাজে মন্তাজে
তিলক কামোদ হয়ে উড়ে যায় বাগানের প্রজাপতি গোলাপ স্থলপদ্মে
কথা কে জিজ্ঞেস করে তৃপ্ত কথা কি করে মেলালো সে ভৈরবী ইমন পূরবী
কি করে পিকাসোর বুকে বসালো রেমব্রান্ট সেজান ভ্যান গগ
কিভাবে উৎসের দিকে ফিরে হয়ে গেল ভীষণ তুমুল অবগাহন
মুহূর্তকে করে গেল অনন্ত দ্রাঘিমার কাব্য উপন্যাসের দ্বন্দ্বসমেত
এই সেই মুহূর্ত যখন চাঁদ হয় অখন্ড জলছবি চাঁদে চাঁদে সংঘর্ষ নির্মাণে
অপত্য আলো গড়ায় আআকাশরসাতল সুগভীর অবগাহনে !
***************
ARNAB SAMANTA
Gorkhara , Langalpara
Near Milan Sangha Club Field ( East Side)
P.O. + P.S. -- SONARPUR
Dist -- SOUTH 24 Pgs
Kol - 150
Pin - 700150
Comments
Post a Comment