আবার দেখা হবে
প্রণব কুমার চক্রবর্তী
সময়কে কী বন্দী করা যায়?
যায় না
আমি তাই সময়কে বন্দী করিনি
শুধু কিছুটা মুহূর্ত
সময়ের সাক্ষী রেখেছি মাত্র
হেমন্তের দিনে
গোধূলির সোনা গলা রঙে
সন্তানহারা ফসলের ক্ষেতে দাঁড়িয়ে
খুঁজেছি অনেক কিছুই
কিন্তু, পাইনি কিছুই
শুধু গোধূলি রঙে রাঙিয়ে নেওয়া
ভগ্ন হৃদয়টাকে নিজেই অবাক হয়ে দেখেছি
এখনো আশা জেগে আছে মনে
দেখা হবে আবার
সোনালী দিনের আলোতে
হেমন্তের পুত্রহারা মাঠে নতুন আশার আলোতে
হয়তো দেখা হবে
ওই দূরের খাল, বিল আর বাওড়ের
অসমাপ্ত সীমানায়
মানবতার মোহনাতে ....
==================
প্রণব কুমার চক্রবর্তী
৩৭/১, স্বামী শিবানন্দ রোড
চৌধুরী পাড়া
বারাসত
কলকাতা - ৭০০১২৪

Comments
Post a Comment