শীত সকাল
✍️সুমিতা চৌধুরী
লেপের আদরে, কুয়াশার চাদরে,
আধো ঘুমঘোর ভাঙে শীত সকাল।
দাওয়ায় মিঠে রোদ এক্কা দোক্কা খেলে,
গাছিরা নিয়ে ফেরে খেজুরের মিঠে রস,
ধোঁয়া ওঠা পেয়ালায় জীবন খোঁজে উষ্ণতা।
ঘাসে ঘাসে তখনও লেগে থাকে শিশিরের পরশ,
সোনা রোদে লক্ষ হীরকের সাজে।
আড়মোড়া ভেঙে জেগে ওঠে পল্লী,
জাগে নিজ কর্মব্যস্ততায় নগরজীবন।
কোথাও পিঠে পুলির মিঠে আঘ্রাণ,
ছড়ায় আমেজ ছুটির বার্তায়।
শিরশিরে বাতাস বয় ক্ষণে ক্ষণে,
বনভোজনের আসর জমে ইতি উতি,
কত শত চেনা অচেনার ভিড় জমে তাতে।
উনুনের আঁচে জ্বাল দেওয়া রসের ঘ্রাণে,
মৌমাছিদের মৌতাত জমে,
রঙ বেরঙের প্রজাপতির মেলায়,
মনও যেন সাতরঙা পাখনা মেলে।।
=================
Sumita Choudhury
Liluah, Howrah
Comments
Post a Comment