নীড়হারা পাখি
ইকবাল খান
বাগানের সব ডাল ফাঁকা, পাতারা নিঃশব্দ,
একটি পাখি ডানা মেলে, হাওয়ার সঙ্গে লড়ে।
নীড় নেই, আশ্রয় নেই,
তবু সে থামে না, প্রতিটি উড়ানে সাহস খোঁজে।
ঝড় ভেঙে আসে, আকাশ কাঁপে,
তার ক্ষুদ্র শরীর কাঁপে হাওয়ার আঘাতে।
তবু পাখিটি ফিরে আসে,
ডানায় অদৃশ্য শক্তি, বুকে অল্প আশা।
আমি জানালার ধারে দাঁড়িয়ে দেখি,
ক্ষুদ্র প্রাণের মধ্যে কত দৃঢ়তা লুকিয়ে থাকে।
নীড়হারা হলেও,
সে জাগায় আশার আলো।
শেষে সে দূরের আকাশে মিলিয়ে যায়,
শুধু স্মৃতির মতো রেখে যায় নীরবতা,
বেঁচে থাকার অঙ্গীকার,
একটি ক্ষুদ্র পৃথিবীতে অদৃশ্য আলো।
************
ইকবাল খান,
** ইংরেজি বিষয়ের প্রভাষক,
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা!

Comments
Post a Comment