কদাচর
সুজিত কুমার মালিক
এক যে আছেন মালব্য
প্রচার পেতে করে মন্তব্য
প্রিয় বাংলা মোর মাতৃভাষা
চাই না তার সর্বনাশা।
ক্ষমতা আর চোখ রাঙানি
তবুও লড়াই চলবে জানি।
তিনি মোদের ভারত পথিক
যতই তোমরা ঘোরাও দিক,
যতই দাগো ব্রিটিশ দালাল
বোঝে জনগণ তোমার চাল ।
ধর্ম বিভাজন তোমার নীতি
আমরা বুঝি ভ্রাতৃত্ব প্রীতি।
দাদার কাছে সবাই দাদা
পোক্ত গদি ছুঁড়ছে কাদা,
সিঁদুরে মেঘে ডরায় গরু
ধর্মই নীতি রাস্তা সরু!
জহর কোটে বাড়ছে ছাতি
রাজার নীতি বড়ই পাতি ।
এই দেশ তোমার আমার
সইবো না এই কদাচার।
===============
সুজিত কুমার মালিক
মইখন্ড, হেলান, আরামবাগ, হুগলী

Comments
Post a Comment