নুন ভাতের স্বপ্ন
কল্যাণ সুন্দর হালদার
জানলাখানির আধখানা পাল্লা
নবীন ঝড়ে জোৎস্না আনে ডেকে
সারি গানে আকুল মাঝি মাল্লা
জলের ছাদে সূর্য রাখে ঢেকে।
রঙ-তুলিতে আকাশ মাখে রঙ
রঙের ছটায় অনাথ শিশুর মুখ
শুকনো মুখে ভাল্লাগেনা ঢঙ
বৃষ্টি জলে পেট ভরানোর সুখ।
রামধনু আর জোটায় নাকো হাসি
পেটের ক্ষুধা জোটায় চোখে জল
ফুলের বোঁটায় মিষ্টি মধুর রাশি
ঘুরে বেড়ায় মৌমাছিদের দল।
==============
কল্যাণ সুন্দর হালদার
গ্রাম ঃ কামারচক
পোষ্ট + থানা ঃ কুলপী
জেলা ঃ দ: ২৪ পরগনা
পিন ঃ ৭৪৩৩৫১
গ্রাম ঃ কামারচক
পোষ্ট + থানা ঃ কুলপী
জেলা ঃ দ: ২৪ পরগনা
পিন ঃ ৭৪৩৩৫১

Comments
Post a Comment