প্রথম প্রেম
মলয় কুমার ঘটক
অভিনয় দিয়ে শুরু করেছিলাম
আমার ভালোবাসা।
ভাবিনি সত্যি কাউকে ভালোবাসব—
এক চাপানো ভুলের ছায়ায়
লুকিয়ে ছিল সব অভিনয়।
দিন দিন মুঠোফোনে কথা,
রাতের পর রাত—
চলত সেই অভিনয়ের নাটক।
কখনও দেখা হতো
পিচ রাস্তার ধারে,
অথবা নির্জন প্রান্তরের হাওয়ায়।
আস্তে আস্তে প্রেমে ডুবে গেলাম,
মায়াবী স্মৃতির নরম আলোয়;
অস্থির হয়ে উঠল মন,
না-পাওয়ার বেদনায়
উড়ে যেত রাতের ঘুম।
ধীরে ধীরে অভিনয় মিলিয়ে গেল—
সত্যি প্রেম জন্ম নিল,
দুটি অন্তরের নরম কোণায়
ফুটে উঠল ভালোবাসা,
মৃদু হাসি, চুপচাপ ভালোবাসায়।
তবু প্রথম প্রেম আজও
বয়ে যায় অন্তরে,
নীরব, অক্ষয়, অনন্ত—
মনের প্রান্তরে চিরকাল।
=============
মলয় কুমার ঘটক
শ্রীখণ্ড পূর্ব-বর্ধমান
মোবাইল-৭০০১৪০০৪৮৫

Comments
Post a Comment