পরিবর্তন চাই
মন্দিরা পাল
ডাক এসেছে যেতে হবে,
শেষ ডাক আসার আগে জাগতে হবে,
হারুন মিঞার হাতে কাস্তে আর দুখুর বুকে হাপরের টান,
মালতীর আঁচলে টান পড়েছে,হাভাতের সংসার।
মিনতি দুদিকে বিনুনি দুলিয়ে কোমরে পেঁচায় ওড়না,
ইস্কুলের ঘন্টা দেদার বেজে গেছে,
পেটের নাড়ি ছিন্ন ভিন্ন,
মধ্যাহ্ন ভোজনের পাত পড়েছে গুরুর আসনে।
কুমারী রানুর মাতৃত্বের দায় স্বেচ্ছাসেবকের দালানে শুয়ে থাকে অসহায়,
জীবিকার সাতকাহন শুনিয়ে গেল দীনু চাষার ছেলে,
নীচু জাতের ফায়দা বেশি
আসল বাজীমাত ক্ষুধার্ত মুখের নিলামের আসরে।
তিন দিনের ধুম জ্বরে চলে গেছে বিশুকাকা,
লাশ পড়ে থাকে বুকের উপর ,
নিরুত্তাপ কান্না;
খাল পাড়ের বস্তিতে উদ্বাস্তু পরিবারগুলো চেঁচায়,
সোহাগ পিরীত করে , সস্তা জীবন যাত্রা বেঁচে থাকার কঠিন পথ সহজ করে তোলে।
মিছিলের সারিতে দাঁড়িয়ে নগ্ন কঙ্কাল,
বোঝেনা ওরা নীতি,
রাজতন্ত্রের সিংহাসন রক্তাভিষেকের তিলকের বিনিময়ে আশ্রয় খোঁজে এক শ্রেণীর মানুষ।
দিকে দিকে কত ফুল ফোটে,
কত রঙিন পতাকার মাঝে শিশু শ্রমিকের নিস্পাপ ক্ষয়াটে মুখ অপেক্ষায়,
দিনের শেষে ক্লান্তির ঘুম ছিনিয়ে নেয় শৈশব।
রাজপথ মাড়িয়ে চলে যায় ভারী বুটের পদধ্বনি আর পদাতিকের দল,
শতাব্দীর পাতায় শোষকদের রক্তে নতুন ইতিহাস রচিত হোক।
===========
মন্দিরা পাল
৯১/১৮ টালিগঞ্জ রোড
কলকাতা ৩৩

Comments
Post a Comment