জীবসেবা
সুশান্ত কুমার দে
পৌষের উত্তরীয় হাওয়ায় শীতের হলো শুরু
শিশির সিক্ত গাছের পাতা কাঁপছে দুরু দুরু।
ঘন ঝোপে লুকিয়ে আছে দুটি পাখির ছানা
মা, বলেছেন এমন শীতে বাইরে যেতে মানা।
ছোট্ট নীড়ে থাকিস তোরা চিন্তা ভাবনা ভুলে
পাখি শিকারী আসে যদি নিয়েই যাবে তুলে।
চিকন চাকন কাঠির মতো ঝুলে কয়খান পা
এদিক সেদিক শব্দ হলেই মুখ দুটো করে হা!
ছোট খোকা দেখল এসেই, কাঁপছে ছানাদ্বয়,
মানুষ দেখেই পাখি দুটোর লাগল ভীষণ ভয়।
খোকা বলল, ভয় কর না একটা আমি মানুষ,
মানুষ দেখেই তোদের বুঝি হারিয়ে যায় হুঁশ?
সব মানুষই নয়তো সমান ভালো মন্দ আছে,
আমি তোদের ভালবেসে; থাকতে চাই কাছে।
আমার গায়ের শার্ট সোয়েটার সব দেব খুলে
বাড়ি থেকে খুঁদ কুড়ো এনে দেব মুখে তুলে।
চাস যদি তাও দিয়ে দেব, এক গোলার ধান
উদর ভরে খেয়ে দেয়ে -ধরবি তোদের গান।
মিটিয়ে দেবো যখন তোরা করবি যেটা দাবি
এমনই মধুর ভালবাসা, আর কোথাও পাবি?
ভাবছিস কী,গহীন অরণ্যে হঠাৎ এল কেবা?
শিকারী নই ,দস্যু নই, আমি করি জীবসেবা!
__________________________________________
সুশান্ত কুমার দে
গ্রাম +পোস্ট- কুমিরা ,
থানা- তালা, জেলা-সাতক্ষীরা ।
বাংলাদেশ।
Comments
Post a Comment