জোনাকির আলো
সমীর মন্ডল
চিৎকার চেঁচামেচিতে,একটি জীবন কেটে গেলো
পাখির পাখায়, একটি জীবন, খুশি আনন্দের আকাশ পেলো।
মান অভিমানে, নদীর জলে, মৃত্যুপ্রতীম বাণ ডেকে যায়
স্নেহ মমতায়, সেই বুকেতে, সৃজনশীলতার পলি সঞ্চয়।
চাওয়া পাওয়ার পাহাড় চূড়ায়, পাথর ক্ষয়েও নুড়িপাথর
হাতের পরে হাত রেখেছি, অন্তরেতে জমছে আতর।
মন খারাপেের অসীম ছোঁয়ায়, ঘরের ভিতর মরুভূমি
বসন্তের আসা যাওয়ায়, পদ্মদীঘিতে হাসলে তুমি।
হতাশার ঘূর্নিঝড়ে, অকূল দরিয়ায় নৌকা ছোটে
পরিশ্রমের নিত্যানন্দে, দুঃখ কষ্ট ফুল হয়ে ফোটে।
এই যে দুজন জোয়ার ভাটায়, দোদুল্যমান দুলেই যাচ্ছি
চোখের তারায় মস্ত পবন, রূপকথার সাথে দিন কাটাচ্ছি।
ব্যর্থ চেষ্টায়, কী করবে, করো এখন?
জোনাকির,আলোয় কাটুক, দীর্ঘায়ু জীবন।
=================
সমীর মন্ডল
শাঁকারীপাড়া, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান, পিন-৭১৩১০২
Comments
Post a Comment