রক্তক্ষরণ
মোঃ আব্দুল রহমান
কেবল মধুর মুহূর্তেই নয়
জীবনের দুর্গম গতিপথ পেরোতে গিয়ে
অজস্র ক্ষত নির্মিত হল--- কিছু মেরামত হলেও
এখনও অসংখ্য দগদগে ঘা, যা থেকে চুঁইয়ে
পড়ছে তাজা রক্ত স্রোত। যে মেঘ দিয়ে ক্ষত
ভরাট হয়েছিল, তা আবার বর্ষণে গলে গেল।
জীবনের পথ---
কখনো বরফের মতো জমাটবদ্ধ, কখনো গলন্ত,
কখনো আবার উপচে পড়া ঢেউ...
কথারা মেঘ সাজায় সুন্দর পরিভাষাতে
কিন্তু ওই যে টক্কর দিতে দিতে যে বিদ্যুৎ উৎপন্ন হয়
তা আবার পুড়িয়ে ছারখার করে দেয়
আকাশের বুকেও তখন দাউদাউ করে বুভুক্ষু রশ্মি
পৃথিবীর বুকেও, কেউ থাকে না পাশে
রক্ত ক্ষরণে কেউ থাকে না কাছে
এভাবেই জীবন নদী একাকি আপন পথে আপন গতিতে বইতে থাকে প্রতিকূলতার স্রোতে...
================
মোঃ আব্দুল রহমান
বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
পিনকোড- ৭৪২১৬৫
Comments
Post a Comment