মাটি বিনা সবই মাটি
রমলা মুখার্জী
রবীন্দ্রনাথ বলেছেন,
"ফিরে চল মাটির টানে
যে মাটি আঁচল পেতে
চেয়ে আছে মুখের পানে। "
মাটি আমাদের জীবনযাপনে এক অবিচ্ছেদ্য উপাদান। উৎপাদক উদ্ভিদকুলকে জল, সার দিয়ে পুষ্ট করে এবং উদ্ভিদের শিকড়কে দৃঢ়ভাবে ধরে রেখে তাদের বৃদ্ধি ঘটায় মাটি। মাটি জল ধরে রাখতে ও সেই জল ধীরে সরবরাহ করতে পারে এবং জলকে বিশুদ্ধ করে ভূগর্ভস্থ জলস্তরকে বাড়ায়। অণুজীব, কীটপতঙ্গ, অনেক প্রাণীর আবাস ও খাদ্যভান্ডারও হল মাটি। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বিভিন্ন গ্যাস বিনিময় প্রক্রিয়ায় অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মৃত্তিকা। ক্ষতিকারক বর্জ্যকে ভেঙে পরিবেশবান্ধব পদার্থে রূপান্তরিত করে, জৈব পদার্থের পুনর্ব্যবহার করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে এই মাটি।।
পৃথিবীতে টিকে থাকার জন্য অপরিহার্য মাটিকেই মানুষ অতিরিক্ত সার, কীটনাশক, প্লাস্টিক ইত্যাদি দিয়ে করছে দূষিত। দূষিত মাটিতে ফসল ফলানো ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়বে, ফলে আমরা অনাহারে মারা পড়বো। মাটিকে রক্ষা করতে আমরা সবাই সচেষ্ট হই কারণ মাটি বিনা সবই যে মাটি।
=======================
ড. রমলা মুখার্জী, বৈঁচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলী, পিন ৭১২১৩৪

Comments
Post a Comment