পুণর্মিলনী
বিবেক পাল
হেমন্তর পাতা ঝরা উঠোনে
শীতের আমেজে আয়োজিত বন-ভোজনে
সম্মুখে দাঁড়িয়ে কৈশোর।
স্মৃতির অ্যালবামে—
শীতের নরম আলোর ফুলকিতে
উচ্ছ্বসিত প্রাণ প্রাপ্তির স্বপ্ন সিন্দুক খুলে।
হুল্লোড়ের আড়ালে হৃদয়ের অনুসন্ধানে—
নিবিড় ভালোবাসা আঁকড়ে ধরে অজান্তে!
তখন গীর্জায় মসজিদে মন্দিরে
বেজে ওঠে প্রার্থনার সুর
নিত্য নৈমিত্তিক প্রবাহে।
বাতাসে শীতের পরশ
ক্লান্তি আর বেদনা মেশে
নীড়ে ফেরা পাখির ডানায়।
ফিরে যাই আলিঙ্গনে
আগামীতে আবার দেখা হবার
প্রতিশ্রুতির আহ্বানে—
ব্যথিত চোখের তারায়
একরাশ কুয়াশা—
শিশির হয়ে ঝরে হৃদয়ে হৃদয়ে।
------------------------

Comments
Post a Comment