ঋণের কারণে একজন মহান লেখক
সুবীর কুমার ভট্টাচার্য
ধার করে আমরা ব্যাংক থেকে ঋণ নিই
বাড়ি, গাড়ি কেনার জন্য,
কোনও দরকারী সম্পদ কেনার জন্য
অথবা সন্তানদের শিক্ষার জন্য ।
ব্যাংক জাতীয়করণের আগে লোকেরা
পড়ে যেত প্রায়শই কাবুলিওয়ালার ফাঁদে,
সাধারণত সেই ঋণগ্রহীতারা
সুদের কারণে কখনই মূল টাকা
পরিশোধ করতে পারত না ।
তবে উল্লেখযোগ্য ব্যতিক্রম
ছিলেন শিবরাম চক্রবর্তী ,
তিনি ১৫০ টাকা ধার নিয়ে
প্রতি মাসে সুদ দিতেন ১৫ টাকা ।
শিবরাম খাবার এবং অন্যান্য
জিনিসপত্রের জন্য
অতিরিক্ত ব্যয় করতেন ,
কিন্তু তিনি গুরুত্ব সহকারে
তা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন ,
একটি ব্যতিক্রমী উপায় খুঁজে পেয়েছিলেন
তিনি বই লেখা শুরু করেছিলেন,
বই বিক্রি করে ঋণ শোধ করেন,
অবশেষে তিনি হয়ে ওঠেন
ঋণের কারণে একজন মহান লেখক ।
=============
SUBIR KUMAR BHATTACHARJEE
GOLDERS GREEN COMPLEX
BLOCK FG , FLAT 4,
FOURTH FLOOR,
1 VIP ROAD , KAIKHALI
KOLKATA 700052
PHONE 9432201328
Comments
Post a Comment