ক্ষতবিক্ষত ক্যানভাসে
উজ্জ্বল দাস
মুছতে মুছতে একদিন মুছে দেবো,
ফিকে হয়ে যাবে ভেনিজুয়েলার গ্রেডিয়েন্ট—
আলফাজগুলো ঝুল পড়ে যাবে অচিরেই।
তমশা ঘনাবে অপরাজিতার চোখে
ক্ষতবিক্ষত পলাশটা ক্যানভাসে—
ছিঁড়েছিঁড়ে দেবো এবড়োখেবড়ো নখে।
কে যেন কোথায় গুনছে প্রমাদ সর্বনাশের মাসে-
বিবর্ণ ক্যানভাসে...
দিন বদলের গানগুলো আর মিছিলের জমায়েত
গেয়ে শোনাবে না ভাঙা ভাঙা স্বর
মেঠো ফরিয়াদি সুর—
হাতে মোহনিয়া, পায়ে পায়ে হাঁটা পথ
শেষ হয় যাবে দূর দূর... বহুদূর
===========
Ujjwal Das
135, C. S Mukherjee street
Gloden Acres
Konnagore
Hoogly- 712235

Comments
Post a Comment