প্যাঁচা-পেঁচি
নির্মল কুমার প্রধান
পেঁচি করে চেঁচামেচি
সুর ভাঁজে কথা বলে পেঁচিয়ে
প্যাঁচা কয় --দাঁত খিঁচে
কি সুখ পাস্ তুই চেঁচিয়ে ?
রাতভর ঘুম নিয়ে
লোকজন ভালোবাসে স্তব্ধতা
কত বলি -ডাক পাড় ,
মিশে থাক্ তার সাথে স্নিগ্ধতা ।
কেউ এলে তাড়া ক'রে
পাড়া ছাড়া হবি নাকি শেষটা!
সুখ পেতে ধরে ভুতে
কোথা যাবি ফেলে এই দেশটা ?
পেঁচি কয় - চুপচুপ ,
কথা নয় কথা নয় বেশি আর
নিজের তো হেঁড়ে গলা --
চেঁচানোতে সকলেই মানে হার।
---------------------------------------------
নির্মল কুমার প্রধান
গ্রাম+ পোস্ট -- বরদাপুর থানা--পাথর প্রতিমা , জেলা--দক্ষিণ ২৪পরগণা , পিন--৭৪৩৩৭১

Comments
Post a Comment