একাকী গ্রাম
জাহিদুর রহমান উজ্জ্বল
দিগন্তজোড়া ধানক্ষেত মাড়িয়ে,
ছোট খাল— তারপর তোমার বাড়ি।
আলোকলতার ঝোপঝাড়ে ভরা,
সুপারি তরু বেয়ে বেড়িয়েছে পানলতা;
উঠোনের কোণে বাঁশবাগান।
বাড়ির আইকনিক গাছটি আজ
ঝড়ের মুখে পড়ে ছোট হয়ে গেছে;
বেড়েছে আগাছা— ডুমুরের গাছ,
বেলি-ঝাড়ে বাড়ছে শেয়ালকাঁটা,
জঙ্গলে ভরা তোমাদের তালপুকুর।
একদিন বাড়িজুড়ে ছিল উৎসবের আমেজ,
আজ ধু-ধু বিরান মাঠ— সব নিয়েছে ছিনিয়ে।
মনে হয় যুদ্ধবিধ্বস্ত কোনো গ্রাম, জনমানবহীন;
একাকী পড়ে আছে, যুদ্ধের স্মৃতি বুকে নিয়ে।
================
জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ, জামালপুর
বাংলাদেশ।
Comments
Post a Comment