পেশাদার
সুজিত চক্রবর্তী
আমার ঘরের পশ্চিম দিকের ব্যালকনিতে
বিকেলের রোদ মিলিয়ে আসার পর
যখন সূর্যদেব ইউরোপের পথে যাত্রা করেন,
দেখা যায় আরব সাগর বৈরাগ্যে রাঙা।
একটু বসলেই তখন কবিতা লেখা যায়।
কিন্তু এখানে বসার যো নেই কারও,
একদন্ড ফুরসত নেই কারও আজ।
তাই কেউ রং-তুলি নিয়ে গেরুয়া আকাশে
বিদেশী বিমান হয়ে উড়তে চায় না আর!
সব জিজ্ঞাসার একটাই উত্তর: সময় নেই।
এমনি করেই ধীরে ধীরে ঢেউ এসে
শহরটাকে ছুঁয়ে যায় প্রতিদিন, উচ্ছ্বাসহীন।
পেশাদার না হলে বেঁচে থাকা মুস্কিল আজকাল!
__________________
সুজিত চক্রবর্তী
নবি মুম্বই। মহারাষ্ট্র।
Comments
Post a Comment