স্বরাজ আসেনি আজও
অঞ্জন বল
বিহগ বলাকার মতো ছিল
তাঁর অফুরন্ত মুক্ত আকাশ ,
পরিযায়ী স্বদেশের ডাঙা
নোলকের সাজ আর পালকের জামা।
সে অনেকদিন আগের কথা-
বিচ্ছিন্ন এক বাসভূমি ও শতছিন্ন জনপদ
বসতির চাঁদ যখন অচেতন
নিদালির ঘোরে সেতু পারাপার
দুফসলি ধানজমির খোঁজে
অকুল অতল কালাপানি পার হয়ে আসে
প্রাচীর ঘেরা দ্বীপে ,
স্বরাজ আসেনি তখন ।
আর এখন যখন নৈঃশব্দের শীত
আলোয়ান গায়ে ভোর চোখে
দাঁড়ায় এসে প্রতিবেশীর ছাদে
আর উদ্বৃত্ব মানুষের স্রোত
পাথরে খোদাই পঞ্জীয়ন লিপি
বাঙালির ভূগোল খোঁজে-
স্বরাজ আসেনি আজও ।
যে মাটিতে সে শস্য বোনে
তার ঘ্রান ফসলে জেনেও মাটিতে
আঁশটে মাছের সোঁদা গন্ধ পায় সে ,
কারণ তাঁর জলজ অতীত মুছে যায়নি
উদ্ভিন্ন যৌবন ফিরে যায়
শৈশবের ঋগবেদে ।
নদীর বহতা এখন মোহনার বিপরিতগামী
সভ্যতার অপসারি স্রোত ,
উৎযাপনের মৎসমুখে বিদেহী ফেরারি দেশ
পাছে স্বরাজ চেয়ে বসে
তাই কি পশ্চিমি স্রোত ?
কর্কশ উপত্যকা বিভক্ত আকাশ
কাঁচের স্বদেশ ?
---------------------------
অঞ্জন বল
৮৯ হসপিটাল লিংক রোড
ইস্টার্ন পার্ক, সন্তোষপুর
কলকাতা - ৭০০০৭৫

Comments
Post a Comment