হাফ ডজন ছড়া
স্বপনকুমার পাহাড়ী
১
দীননাথ
দীননাথ বাস্কে
পিঠে খান আসকে।
চাইলে পেতেও পারিস,
শুধু বল্: চাস কে?
২
জুটি
ম্যাক্সি প'রে ট্যাক্সি চড়েন মিস রিনা।
পাশের সীটে ড্রাইভ করেন এস্ সিনহা।
চলেন দু'জন রক্সি কিংবা ইন্দিরা।
ফুটপাথরে 'হাঁ' ক'রে রয় বিন্দিরা।
৩
প্রক্সি
বনলতা বক্সী
বৌয়ের প্রক্সি
দিতে যান নানা ঠাঁই।
বলুন না কবে চাই?
৪
রঙ্গিনী
--রঙ্গিনী লো, রঙ্গিনী,
কার জীবনের সঙ্গিনী?
--ট্যাঁক ভারি যার, সঙ্গিনী তার
মন মজাতে ভঙ্গী নিই!
৫
ভগবান দাস
এলাকার ত্রাস
ভগবান দাস
মারা গিয়ে স্ট্যাচু হ'য়ে
বলে, তোরা হাস!
৬
খৈজুর
শেখ খৈজুর খাজা
নিত্যি টানেন গাঁজা,
গাঁজার সাথে ধেনো--
তোমরা কি কেউ চেনো?
--------------------------------
Swapankumar Pahari
Vill.: Dakshin Paikbar,
P.O.: Dakshin Dauki,
P.S.: Junput Coastal,
Dist : Purba Medinipur,
PIN--721450.
Comments
Post a Comment