বিকর্ষণ
সুভাষ সিংহ
সুখের ঘরে কখন যে আগুন লাগলো
সে গল্প রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দুরত্বের ভালোবাসার আগুন নিভে আসে
সমস্ত রামধনুর রং খসে পড়ে অচিরেই
লাল হয়ে যায় ফ্যাকাশে বিবর্ণ
সমস্ত সবুজ শুষে নিয়ে যায় অরণ্য
পরস্পর বিপরীতমুখী মেরু দাঁড়ায় মুখোমুখি,
বিকর্ষণ তো আসবেই
পরস্পরের হাত ধরে থাকাটা যা ছিল একান্ত
মাঝে ঢুকে পড়ে কোন অদৃশ্য দেওয়াল
পাওয়া শেষ হওয়ার আগেই
নেমে আসে দুর্যোগ
কালবৈশাখীও তার কাছে তুচ্ছ, নগণ্য।
আরো একটা নতুন হাতের সন্ধান
পাওয়া গেছে নাগালেই
কে জানে কতদিন থাকবে তা আপন
ভয় করে যদি ধরে আবার বিকর্ষণ।
==============
সুভাষ সিংহ, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর
Comments
Post a Comment