স্বপ্ন বালি
পাপিয়া বিশ্বাস দত্ত
ঘুমিয়ে আছে কাশের বন
সাদা চাদর মুড়ে,
দুটি কোকিল গাইছে গান
ওই যে বসে দূরে।
স্বপ্নে তোলা বালির বাঁধ
যাচ্ছে ভেসে জলে,
পাহাড় নাকি বিরাম নেয়
এসে নদীর কূলে।
গল্পগুলি পাখনা মেলে
আকাশ নদী ছোঁয়ায়,
স্বপ্ন বালি পাহাড় গড়ে
রোদের কড়া নাড়ায়।
রোদ গরজে শীত আমেজে
লাগলো এসে ঝড়ের রেশ,
কালবোশিখী,রুদ্র কেশ
তবে তাই সে বেশ;
তান্ডবে সে নাচেও যদি
পরেই হবে শীতল নদী।
==========
পাপিয়া বিশ্বাস দত্ত
সুভাষ নগর,দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা- ৭০০০৬৫
Comments
Post a Comment