যুগের দেবতা
উৎপল হালদার
ওই হোথা ক্রুশ কাঠ
ঘাতকের দল সারি সারি ---
শয়তানি ফিসফিস
বিষদৃষ্টি আর আড়াআড়ি !
কাঁধে ঝোলানো বন্দুক
চোখেতে হিংসার চাবুক ---
ভীষণ ক্রুর চক্রন্ত
তবুও ভয়ে কাঁপেনি বুক !
জীবন্ত বিদ্ধ ঐ ক্রুশে
হে মহান, মানবের ত্রাতা---
ঈশ্বরের পুত্র তুমি
ক্ষমাসুন্দর , যুগের দেবতা !
ওগো সজীব দেবতা
এসেছিলে মানবের হিতে ---
বিশ্বমানবে জাগালে
তুমি অহিংসার বাণীতে !

Comments
Post a Comment