বর্ষার শেষে
নিত্যানন্দ হালদার
আমার আর আগের মত কবিতা মনে আসে না ।
সেগুলো কোন্ ঘূর্ণিঝড়ে উড়ে গেছ ?
না ,না ,আমি উড়িয়ে দিয়েছি।
এক একটা শব্দের অভিমানে,
রাগ- ভাঙ্গানোর মিথ্যে ছলনা
চাতক পাখির তৃষ্ণার্ত আবেগ
সব , সবগুলো আলাদা আলাদা করে ছিড়ে দিয়েছি।
প্রায় এক দশক পরে মরীচিকার মতো ,
এলোকেশে দুটি চপল হরিণীর মত চোখ, আমায় দেখে বিদ্রুপ স্বরে কয়-
"ভালো আছিস"।
মুহূর্তে যেন বিদ্যুৎ খেলে গেল দেহে। ভাবলাম কিছু বলবো না ,
কিন্তু এলোমেলো অক্ষর গুলো সব যেন একে একে জুড়ে শব্দ হয়ে দাঁড়ালো ।
"তুই আগের মতই আছিস,
এখনো ওমন রাগ করিস,
রাগ ভাঙ্গায় তোর ও। "
বর্ষার খরস্রোতা দুকল ছাপানো নদী
যেন ক্লান্ত, শান্ত - স্নিগ্ধ তেজহীন হয়ে গেছে বর্ষার শেষে।

Comments
Post a Comment