
আলোর অন্তরালে
অরিন্দম চট্টোপাধ্যায়
আমি আঁধারে লুকিয়ে রেখেছি। অথচ চারিদিকে আলোর শয্যামালা। রঙিন রাত ক্রমাগত গভীর হয়—
যেন ছায়া আরও ঘনিয়ে আসে।
আমি অন্য আলোর ভেতর আরও কোন গহীন ভূমি উপত্যকায়।
সেখান থেকে কিছুই দৃশ্যমান নয়। এখানে সব আলো মিশে গিয়ে কোথায় যে থেমে যায়। যেমন সব শব্দ শব্দহীন হয়ে নৈ:শব্দে মিশে যায়।
এই আলোর প্রজ্জ্বলনের ভেতরেও বোধহয় কোথাও লুকোনো আঁধার—
কেউ দেখতে পায় না।
অথচ যতবার আলো ছুঁতে চেয়েছি ঠিক ততবার আঁধার স্পর্শ করেছি।
তবু মনে হয় এই আঁধারের ভেতর থেকে আলোর
জন্মভূমি।
আমি এই অনন্ত যাত্রপথের নীরব দর্শক।
=================
অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা-৭০০০৬০,
অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা-৭০০০৬০,
Comments
Post a Comment