জলের অতলে মেলে পরিত্রাণ
রানা জামান
জলের অতলে ডুবে
কোনদিকে যে যাই পশ্চিম না পুবে
ঠাহর করার আগে
হাঙ্গরের পাল তেড়ে আসে রাগে
দেবো ডুব আরও অতলে নাকি দৌড়
সাথে না আছে চাকু বা ক্ষৌর
জল জীবন জুগায়
অতিরিক্ত জল অনেক ভুগায়
বন্যার ছয়লাবে ভেসে যায় বাড়ি ঘর
পঁচে গো-খাদ্যের খড়
জমে থেকে কোনো পাত্রে গান্ধা হলে
জীবাণু ছড়ায় প্রতিপলে
চৈত্রের খরায় শুষ্ক হয়ে গেলে
মেঘেও জল না মেলে
মাটি ফেটে চৌচির কাঁদে চাতক
হয়ে যায় কত জীবের ঘাতক
জল নাই জল নাই জল নাই গায়ে
নেই প্রশান্তি বৃক্ষের ছায়ে
ভাবতে ভাবতে মস্তিষ্কের বুদ্ধি
লোনা সলিলের স্রোত জুগায় আত্মায় শুদ্ধি
চলতে থাকি জল কেটে এঁকেবেঁকে
শক্তি আনি দেহে বুদ্ধি ছেঁকে
লুকোই বিন্দাস পেয়ে এক মোক্ষম আড়াল
ব্যর্থ হয়ে চলে যায় হাঙ্গর চাঁড়াল!

Comments
Post a Comment